এই ফুটপাতে পাশাপাশি
অনেক বিকেল চুপচাপ কেটে গেছে আমাদের
অলস বাদাম ভেঙ্গে চলা-
পুরনো কানা-ফাটা চায়ের কাপে চুমুক-
কখনো কখনো ঝাল-মুড়ির ঝাঁঝ -
বাতাসে কান পাতলে হয়তো শোনা যেতো
অসংখ্য অসমাপ্ত শব্দ -
যোগাযোগে কোনো ঘাটতি ছিলো কি ?
অজানা ভবিষ্যতের টুকরো টুকরো নকশা সাজাতে সাজাতে -
টুপ করে নেমে পড়তো
পৃথিবীর সবচেয়ে মায়াবী দূর্লভ সন্ধ্যা -
''সময় আমাদের আর একটু সময় দিতে পারতো ''
তুমি কি নির্ভিক মিথ্যাবাদী---
ফুটপাতে ঘাড়গুঁজে বসে আছি একা-
এখন অপেক্ষার দীঘল সময়
অকারণ উদারতার পাঠ শেখায় -