১.
পেছনে কেনো সামনে এসো
এইভাবে -
আমাকে দ্যাখো -
দু'একজনকে ঠেলে মাড়িয়ে -
যে করেই হোক
সামনে তোমাকে আসতেই হবে মেরেকুটে-
পারলেনা তো !
তোমাকে দিয়ে বাপু কিচ্ছু হবেনা-
আজও তুমি কেবলা চিনলে না-
২.
পেছনে কেনো সামনে এসো
একটু সাবধানে-
দেখো কেউ যেনো আহত না হয়-
ধাক্কাধাক্কিটা বড় বাজে-
কাকে তুমি মাড়িয়ে দেবে !
দেখতে পাচ্ছনা ?
ওর মাঝে তিনি কেমন হাসছেন-
তোমার দিকে ছুঁড়ে দিচ্ছেন তাচ্ছিল্যের হাসি-
কাউকে একেবারে বোকা ভেবোনা -
সামনে আগাও -
তবে একটু সাবধানে-