একদিন এই সম্পর্ক রহস্য কুয়াশায় জড়ানো ছিলো
দূরের ঝাপসা দ্বীপের মতো
কিছুটা কৌতুহলে মোড়ানো-
কোনো বিশেষ উচ্ছ্বাস দখল করেনি ইচ্ছে ঘুড়ির ডানা-
পেছনে ছুটতেও চাইনি কোন রহস্য উন্মোচনের আকাংক্ষা নিয়ে
দীর্ঘ নির্মোহ সময়-
রহস্য চাদর কখন সরে গেলো-
তোমাকে খুব আটপৌরে লাগে এখন
তোমাকে জানতে চাইনি কখনো এভাবে
এতো কম দূরত্বের ব্যবধানে-
তুমি আমারই মতো কেউ
কষ্ট হয় এইসব সহজ সত্য মেনে নিতে -
সব ব্যক্তিগত সীমাবদ্ধতার দূঃস্বপ্ন-দিন -
ঘুনপোকা খেয়েছে সোনালী প্রহর-
কল্পনার সব রঙ-এ আঁকা আলোকিত ছবিটি
এখন ধূলোয় ডুবে যাচ্ছে
দারুণ অবহেলায় -অনাদরে-