অন্ধকারে অপরিচিত মুখ দেখে
বহুবার ভুল হয়ে যায়-
ভুল করি তুমি কিনা ?
আবার অনেকবার অন্ধকারে
যখন তুমি হেঁটে যাও
ভুল হবে ভেবে ফিরেও তাকাইনা-
এভাবে তোমার সাথে আজকাল
দেখা হয়ে উঠেনা-
কিছু পশু অন্ধকারে মহা উল্লাসে
এঁটো-উচ্ছিষ্ট ভাগ করে খেয়ে ভয়ানক খুশী -
কোনো কোনো পণ্ডিত
নিজেকে বুদ্ধিমান ভেবে
হাসছে মুচকী হাসি -
যে মানুষের মৃত্যুতে উতসব করে-
যে প্রাণঘাতী দ্বন্দ্বে বিশ্বাসী-
সে কি কবি?