বালুচরের দীঘল সুনসান ক্যানভাস জুড়ে
নকশি কারুকাজ-
আলো আর জল কতো ঢং জানে -
প্রতিদিন সে সাজায় তাকে মোহময় সাজে
প্রতিদিন কতো লুকোচুরি-
এখন ভাটার টান
সরে যাচ্ছে দামাল বেনোজল-
এক'পা -দুই'পা করে -
একই বালুচরে এই ছবি আলোর তেলরঙ-এ
আর কি এমন করে কোনোদিন আঁকা হবে ?
এমন সোনালী আর কালোর দুঃসহ সুন্দর মন্তাজ ?
তবুও জল ছুঁয়ে দেওয়ার আশায়
আরো কিছুটা পথ হেঁটে যাই
বিদায়ী সূর্যকে সাক্ষী করে-
তখন টুপ করে কেনো বেরসিক সন্ধ্যা নেমে আসে ?