জল ও ডাঙ্গার সীমানায় বসবাস-
জলের কাছে হেরে যাই
জল এতো নিষ্ঠুর
প্রাচূর্যের অহংকারে মূঢ়
লজ্জিত হই বারবার-
ডাঙ্গায় বড় রুক্ষতা
জলের অভাবে নিরস-
দু'পক্ষেই চেয়েছি মিশে যেতে!
ফিরেছি ব্যর্থ হয়ে-
ওরা জীবনকে চেনালো দুভাবে
বাধ্য হয়ে ফের ফিরে আসি
নিজস্ব সীমানায়-