তোমাকে খুঁজতে এর বেশী পথ হাঁটবোনা
এখন বেশ ক্লান্ত আমি
বেশ অভিজ্ঞও বটে -
অতীতের কোনো সময় হলে দিয়ে ফেলতাম
লম্বা প্রতিশ্রুতির ফর্দ---
এখন কিছুই নাড়ায়না
এমনকি সত্যিকারের বিস্মিত হওয়ার মতো বিস্ময় -
এখন হিসেবি পদক্ষেপ -
এখন ভারী অনুভূতিহীন চোখের পাতা
আবেগ গুলো গিলে ফেলি তেতো অসুধের মতো
অথবা আজকের গভীরতার আছে ভিন্ন কোনো মাত্রা-
এখন নিজেকে ভাসাই অপ্রেমে -
নাকি কেটে যায়
প্রগাঢ়তম এক ঘোরে নিমগ্ন প্রহর?
কেউ জানেনা -কেউ মানেনা-