সে এখানে নেই জেনেও
গভীর আকাংক্ষা নিয়ে তাকে কেনো খুঁজে বেড়াই-
কড়া নাড়ি কেনো তার ফেলে যাওয়া দরজায় -
মৃদু হাতে -অলক্ষ্যে-
কিসের চিহ্ন খুঁজি ঝরা পাতার স্তুপে -
ছেঁড়া কাগজের টুকরো মিলিয়ে কি দেখি-
তার চেনা মানুষের কাছ থেকে
গোপন আকাংক্ষা নিয়ে
শুনে নেই তার গল্পকথা -
সে আসবে কি আসবেনা ঠিকঠাক না জেনেও
হাতে রাখি কিছু দূর্লভ গোলাপ-পদ্ম-
সংগোপনে-নিভৃতে-
প্রবেশ পথ-ঘর-আঙ্গিনা- সযত্নে সাজাই উত্সবের সাজে
শিল্পীত সৌন্দর্য্যে -ভালোবেসে-
আমার প্রতীক্ষা আমাকে বাঁচায়
এভাবে আদরে-অবহলায়-