এক অনাকাংক্ষিত ঝড়-
তার কেটে গেলে পরে
এই গল্পে আমাকে আর পাবেনা-
তোমার অনুতাপ হয়ে
যতই পড়ে থাক তাজা-ফুলের তোড়া-
উপহার-স্বীকৃতির স্তুপ -
অমন বিপন্নভাবে তাকিয়ে থেকোনা
এখন পূনর্নিমিত হবেনা বিশ্বাসের কোনো প্রিয় বদ্বীপ-
পাশে বসে থাকা অতি উত্সাহী যুবকের মতো
একদিন তুমিও শতভাগ উতসাহে
এসেছিলে মনোযোগের সীমানা কেন্দ্রে---
কেবল তুমিময় হয়েছিলো এই নির্বোধ অস্তিত্ব-
যেন এক আত্মবিস্মৃত মানুষ-
তারপর তার কেটে গেলে পর
এই উপস্থিতি কিছুই জানান দেয়না
শুধু গুমোট বেদনা ঘিরে থাকে সম্পর্কের আঙ্গিনা-
এই গল্পে আমাকে আর পাবেনা-
এইভাবে কেন যে মরে যায় স্মৃতিময় সুসময়?
কেনো আর ফিরে পাইনা নিজেকে
তোমার একান্ত সীমানায়-