তোমাকে শেষবার হারিয়ে ফেলার পরে
জোর খোঁজাখুঁজি করছি
চৌরাস্তার মোড়ে-
ফাঁকা সুনসান সড়কে-
ব্যস্ত রাজপথে মানুষের ভীড়-ঢেঊয়ে-
অল্প ব্যস্ত পার্কে-
সামাজিক অনুষ্ঠানে -
মেলার জনারণ্যে -
পাহাড়ের খাঁজে হারিয়ে যাওয়া অনাঘ্রাতা পথে -
গভীর আশায় চোখ তুলে তাকাই
অনুরূপ হতাশায় চকিতে ঢেকে ফেলি দৃষ্টির আকাশ-
এমন আত্মগোপনে কি সুখ পাও তুমি?
নাকি কোনো নিবিড় অভিমান
হত্যা করেছে তোমার উষ্ণ হৃদয় !
তোমাকে একটিবারও দেখিনা
আমার এই চেনা পৃথিবীতে -