গভীর উত্সাহে মুখোমুখী বসে
এলবামের সাদা-কালো-রঙ্গীন দুনিয়ায়-
কিছু কিছু স্মৃতি ঝলমলিয়ে উঠে
সুখ-সুখ হাওয়ায় ভাসিয়ে দেই
রূপকথার ময়ূরপংখী  -
কিছু বড় নিষ্ঠুর
আমার ভুলের সাক্ষী হয়ে
স্মৃতিকেন্দ্রের গভীরতম প্রদেশে ধুসর র্ং ছড়ায় -
এ আমার কাম্য ছিলোনা
এতো মুঠো মুঠো ভুল-
এতো অসম্ভব ভাংচুর-
এইসব অমূল্য ক্ষয়ক্ষতি-
নিজেকে বড় ভালোবাসি
তাই ক্ষমা করে দেই
যুক্তিহীন- অনায়াসে -
যেনো অপরাধের উর্দ্ধে আমি
যেন কখনো স্পর্শ করেনি
কোনো মালিন্য আমাকে  !
তারপর সময়ের সিঁড়িতে দাঁড়িয়ে ভুলে যাই
অতীতের সব দায়-
বিগত গাঢ় লেনদেন -
বিচিত্র সব আহলাদে খুঁজে নেই
বেঁচে থাকার ভিন্ন কোনো অজুহাত-