আমাকে কেউ দেখতে পায়না
কতোবার কতোরকম ছুতোয় নিষ্পিষ্ট হই-
কতোবার তৃণের থেকেও নীচে নেমে যাই -
কেউ দ্যাখেনা-
অনেক বিরল প্রজাতীর ফুল-পাখী-বৃক্ষ
হারিয়ে গেছে -
এই ঘাড় গুঁজে
ধুঁকে ধুঁকে বেঁচে থাকা-
সভ্যতার চাকা ঘুরাতে
আমাদের নাকি বাঁচতে হয়-
কেউ শুনেনা এই নি:স্বতার সাতকাহন
এতটুকু সময় নেই কারো হাতে
হৃদ্যতা দেখানোর -
সাতরঙ-এ রাঙ্গানো হয়ে উঠেনা
জীবনের এই একঘেয়েমী দৈনন্দিন-
আমাকে কেউ দ্যাখেনা-
এমনকি ভূমিকম্প-ভূত-ভগবান -
দারুণ অবহেলায় ক্যানভাসের পাশে
পড়ে থাকে অলস রং -তুলি-