তোমার কথার কোলাহল শেষ হলে
আজকাল বিপন্ন লাগে-
আমি যে বরাবরের মতো এক নিরব শ্রোতা
যদিও স্বীকার করি
এই শব্দে শব্দে ভরে থাকে
আমার একান্ত নিসংগতা-
তোমার অবিরাম শব্দে
নি:শব্দে শব্দ বুনে যাই-
খাপছাড়া -অপ্রোয়জনীয় কথাগুলোও
বোকার মতো সংগ দিতে জানে কখনো কখনো-
হয়তো জানা নেই
কখন শব্দ-ডানা গোটানো শোভন-
কখনো অজান্তে তারা অবমুক্ত করে
অন্তর্গত সব বেদনার আড়াল-
নিরব শ্রোতার দরজায়
গোপণীয়তা ভেঙ্গে কড়া নাড়ে--
শব্দেরা কখনো চুপচাপ জলাশয়
কখনো দূর্দান্ত নদী হয়ে পাড় ভাঙ্গে-