পঁচিশে স্বপ্ন দেখছে
নেহা মেঘা রাইসা
বিশ্ব জয়ের
ক্যারিয়ারে রাখবে পা
অনুভবে 'লাইফ ইজ গুড'
অতুলনীয় বিরল সে স্বাদ
চলায় বলায় তেজদ্বীপ্ত গতি.........
তেরতে বিয়ে
চৌদ্দতে মাতৃত্ব
একুশে পরিত্যক্ত
এটো বাসন -কোসন
হাড়ি-পাতিলের সাথে যুদ্ধ
দাঁতের ক্ষয়
দৃষ্টি ঝাপসা
মাথার উপরে ঋণ
নিত্য হাত পাতা
ত্যক্ত বিরক্ত স্বজন
স্বপ্ন শুন্য চোখ .........
তবুও স্বপ্ন দেখি
একদিন ঘুরে দাঁড়াবে নারী
ঘুরে দাঁড়াবে মানুষ
এ জীবন আমার এক স্বপ্নভূমি ....