তাকে ছাড়া বাঁঁচবোনা
বাঁচা কি যায়না?
পেঁয়াজপ্রেমিদের একি দুর্দশা
তোমাকে নিয়ে খেলছে কারা
তোমার প্রয়োজন-পছন্দ নিয়ে
তুমি তা জানোনা
সুদখোর-মজুদদার
সিন্ডিকেটের লোকজন
হাতে যাদের সাধারণের জীবন
চেনোনা তোমরা তাদের
শুধু করো হায় হায় রব
কে কি ব্যবসা করে
অদৃশ্য সুতোর টানে
আমরা বুঝিনা কিছু
তবু কি পেঁয়াজ খেতেই হবে
বাঁঁচবেনা পেঁয়াজ ছাড়া?