না কিছু লিখবো না
অতীত না
ভবিষ্যত না
বর্তমান না
তাহলে লিখবো কি নিয়ে
মাথার খুব ভিতরে
কারা যেন লুকিয়ে আছে
ফিসফিসিয়ে কথা বলছে
তার কিছু শুনতে পাচ্ছি না
একধরনের চাপা কষ্ট
ঘিরে আছে অস্তিত্বজুড়ে
বড় যন্ত্রনাময় সে
বড় অনিশ্চিত সে
তবু কেনো ভালোবাসি
ভরপুর রাতঘুম
প্রতিটি সূর্যোদয়