প্রথমত শব্দেরা নীলাভ আকাশের শরীরে কালো মেঘের মতো জমা হয়
জমা হতেই থাকে
শব্দেরা কুতসিত হতে থাকে ক্রমশ:
এরপর শব্দেরা বিদ্যুৎ চমকের মতো আতংক ছড়ায়
শব্দেরা তারপর বিকট শব্দ করে
কোথাও ভয়ংকর বজ্রপাত হলো বোধহয়_
শেষে শব্দেরা বৃষ্টি হয়ে
কালোমেঘের শরীর বেয়ে
যখন পৃথিবীতে ঝরে পরে
ততোক্ষণে শব্দেরা কখন
কোমলতম সেতারের সুর হয়ে বাজে
তারা টেরও পায়না...