আজকাল আর তোমাকে
আগের মতো তেমন করে জ্বালাইনে
অনেক জ্বালিয়েছি
সকাল, দুপুর, সন্ধ্যা রাত
খুব বিরক্ত করেছি তাইনা
ভীষণ বিরক্ত হয়েছো তুমি
বলা যায় এতোটা সহ্য করা দায়
না, এখন থেকে আর জ্বালাবোনা
অথবা বলতে পারো সরতে সরতে
অনেকটা সরে এসেছি
ঠিক তোমার নাগালের বাইরে
এখন তুমি চোখ লাল করলে
দাঁত কিড়মিড় করলে
হাতের কাছে যা পাও না কেনো
এই সহজ লক্ষ্যের দিকে ছুঁড়ে মারলেও
নিশানা ঠিক করতে পারবেনা
বলতে পারবে আমি কি হারিয়েছি
কি হারালে তুমি...