মধুলোভী মধু ভালোবাসো
মৌমাছিকে পুড়িয়ে আগুনে
ফুলকে ভালোবাসো
পাগলপারা তার বর্ণিল রূপে
গাছের যত্ন তুমি করোনা
পাখি ভালোবাসো
সুরেলা সঙ্গীতে মুগ্ধ তুমি
শুধু সুযোগের অপেক্ষা
ফাঁদ পেতে ধরো
মাছের পুকুর ভরাট করো
বহুতল ভবনে এক্যুরিয়ামে
রঙিন মীন পুষে রাখো
তুমি প্রেম বোঝো
ভালোবাসা বোঝনা