আমাকে কতোটুকু চেনো
অথবা  চিনতে পেরেছো
অথবা  চিনতে পারা যায়
আমার ক্ষোভের
উদাসীনতার
দুখের
অসতর্কতার
উচ্ছাসের
নিস্পৃহতার অন্তরালের অনেক কিছু
আজও অজানা তোমার
অনেক লুকোচুরি আজও  আছে
এই সুদীর্ঘ যাত্রাপথের পর্বে পর্বে
উদাহরণ অপ্রয়োজনীয়, সে বড় তুচ্ছ
থাকনা অজানা
সবটুকু জানাজানি  আবার হয় নাকি
একটি অদৃশ্য পর্দার আড়াল থাক
আমাদের জানা-অজানা জগতের মাঝখানে