সেইখানে স্বপ্ন বোনা হয়ে যায়
কে হবে মাদকসেবী,পাচারকারী
মজুতদার,নিরব নির্যাতক
যুদ্ধবাজ খলনায়ক
কে হবে শিক্ষক
কে হবে সৃজনশীল শিল্পী
কে হবে সেলিব্রিটি
কে হবে দাতা
কে হবে গবেষক
কে হবে মানবতার ত্রাতা-
কারখানাটি ত্রুটিপূর্ণ হলে
কাদার পুতুলগুলোর দোষ কোথায়
সাধু সাবধান !