আমি হয়তো থাকবোনা
এভাবেই একদিন ফুরিয়ে যাবো মোমের মতো
সহিষ্ণুতার নম্র আলো ছড়াবো
পৃথিবীর দেওয়ালে দেওয়ালে
অন্ধকারে লিখে রেখে যাবো
আমার বঞ্চনার ইতিহাস
পাথরে খোদাই করে যাবো
কিভাবে সারল্যকে
শুদ্ধ হৃদয়কে
সত্য উচ্চারণকে
একনিষ্ঠ শ্রমকে
নির্মল সৌজন্যতাকে
প্রকাশ্য রাজপথে
নির্লজ্জের মতো লোভীরা টুটিচিপে
হত্যা করেছে যুগে যুগে
কিভাবে বিচারহীনতা কেঁদেছে
নিস্ফল ভাবে
সভ্যতার ধব্জাধারীদের দুয়ারে-দুয়ারে-
তবুও নিরবে
তথাকথিত সভ্যতাকে
সমৃদ্ধ করে যাবো
তোমরা এর সকল সুফল
সুগন্ধির মতো শরীরে মাখবে
আমাকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে...