কাজ শেষে সন্ধ্যা লাগোয়া গোধূলি বেলা
ফেরার পথ,
কোনো নিদিষ্ট গন্তব্য নেই
ফিরতে হয় তাই ফেরা
নতুন সব সড়ক পার হয়ে চলেছি
ঘরফিরতি অগুনতি মানুষ
অকারণ ভীড় ভাট্টা
এই বুঝি জানটা গেলো গেলো
এখানে সবটা মন্দ নয়
সবটা নিপাট ভালোও নয়
চোখ কান সাবধান
শীত বলছে আসবো
তবে ক'টা দিন দেরী হবে
সড়কের বেঞ্চে বসে আছে
যুবক-মাঝবয়সী মানুষগুলো
মুখ ভার করে,
বিষন্ন মুখে কেনো আছে
এই জনারণ্যের দিকে তাদের মন নেই কেনো
মুখগুলো আসন্ন সন্ধ্যার সাথে বড় মানানসই যেনো
একটু খোলামেলা রাস্তা পেয়ে কোমল এক ঝটকা বাতাস আবার সুখের বারতা দিয়ে গেলো