এমন একদিন ছিলো
তুমি আমার পেছনে পেছনে হাঁটতে
অনেকটা পথ
আর আমি তোমাকে দেখেও না দেখার ভান করতাম
তোমাকে উপেক্ষা করতাম রীতিমতো
তোমার ভীষণ প্রয়োজন ছিলো তখন আমাকে
আমার একটু সুনজরে আসার জন্যে
কতো চেষ্টাই না করেছ -
আগের মতো নেই দিনকাল
এখন তোমাকে আমার ভীষণ প্রয়োজন
কিন্তু তুমি এখন আমার ধরা ছোঁয়ার বাইরে
আমি অবসন্ন পায়ে হাঁটছি তোমায় নাগালে পাওয়ার জন্যে