একসময় নিবিড় অরণ্যচারী ছিলাম
সেখানে আরো গভীরে গিয়ে
কি যেনো খুঁজে ফিরতাম
তারপর বহুদিন হোলো
কেবলি কঙ্ক্রীটে পা ফেলি
অরণ্য দূর থেকে দেখা
চিড়িয়াখানার জীব যেনো
আজ একটা সুযোগ পেয়ে গেলাম
একটু একটু করে
অরণ্যের গহীণে পা বাড়ালাম
সেই শৈশবের বুনো গাছগুলো বললো; "তোমাদের চরম অবহেলায়
আজও বেঁচে আছি"
আরো একটু গভীরে গিয়ে দেখি
গাছেরা ঘন হয়ে আসছে,
চারদিকে আবছায়া মায়াজাল
আরো গভীরে হারানোর
সুস্পষ্ট হাতছানি
দ্বিধান্বিত আমি
অদূরে বেজে উঠল গাড়ির হর্ণ
ফিরে আসার সংকেত
এবার আর অরণ্যঅভিযাত্রা হোলোনা
ফিরে এলাম তথাকথিত নিরাপদ জঙ্গলে