আশায় বাঁচে চাষা
আমিও ভুলে যেতে চাই
সব শঙ্কা মৃত্যু ভয়
অনিশ্চিয়তা বিষন্নতা
ভুলে যেতে চাই মিথ্যে দ্বন্দ
প্রতিযোগিতা, সহিংসতা
স্বপ্নাচ্ছন্ন চোখ খুলে দেখতে চাই
সোনালী ফসলের সুখ
সমুদ্রের সবটুকু প্রশান্তি
পাখিদের আবেশিত করা
মন্দ্রিত কিণ্ণর সুর
আকাশের সমগ্র নীল নিমগ্নতা
কৈশোরের রঙিন ঘুড়ি
আর একবার প্রশস্তি উচ্চারণ করতে চাই
এই প্রাণময় গ্রহে
চেতনার বর্ধমান সবুজে
আমার মানব জন্ম হয়েছিলো
এই ভেবে -