পুরষ্কারের আশায়
সেই অজানা সময় থেকে হাঁটছি
মা-বাবা এক একটি লক্ষ্য ধরিয়ে দিতেন
সেই রক্তিম গাজরের পেছনে
উর্ধশ্বাসে ছুটে চলা সময়
আজও ছুটেছি
একবারও ভেবে দেখিনি
কেনো এই ছুটে চলা
পুরস্কার না পেলে কি বন্ধ হবে
এই সাধনা
এই সত্যের সাথে বসবাস
এই আপোষহীনতা
এই আত্মত্যাগী লড়াই
মা তোমাকে জানাই
আমার বিনীত চিত্তের কৃতজ্ঞতা
তুমি জানলে খুশি হোতে
আজ শুধু পথ চলি না
ঐ একমাত্র প্রাপ্তির আশায়
অন্যকোনো মন্ত্রবীজ
বুনে গেছো তুমি
অবচেতনে আমার সত্তায়