অন্যমনস্ক আছি
টেবিলে সিঙ্গাড়া-সামোচা ঠাণ্ডা হয়ে আসছে
তুমি কাঁদছিলে চাকরি চলে যাবে
স্টাফ কাটের হুশিয়ারি
তুমি কাঁদছিলে, তোমার ডিভোর্স আসন্ন
ব্যাংক লোন পরিশোধ বাকি
বাচ্চারা থাকবে বাবার সাথে
তুমি একজন সমব্যথি খুঁজছিলে আকুল হয়ে-
ইতিমধ্যে আমাকে অন্যমনস্কতা আরো জেঁকে বসেছে
খাবারগুলো এরপরে স্বাদ হারাবে
ব্লাক কফি ঠাণ্ডা হয়ে যাবে
তুমি টিস্যুতে চোখ মুছে যাচ্ছো-
কার চোখে কতো কতো জল কে বা তা মাপে