১.
কৃতজ্ঞতা শব্দটির সাথে
পরিচয় জমে উঠেনা
এক আজন্ম অকৃতজ্ঞ মানুষ
মাঝে মাঝে ঝাঁপি খুলে
সাপুড়ের সতর্কতায়
দেখে নিতে চাই তার অবয়ব
ঠিকঠাক দেখা হয়ে উঠেনা
আজকাল কারো উপকারে আসিনা
অন্যের ভালোয় থাকি প্রতিক্রিয়াহীন
তারপরও থেকে যায়
এক খচখচানি
সন্দেহবাতিক মন
কি যেন হারায় অনুক্ষণ

২.
তোমার শব্দ কোরক থেকে
ধার দাও দু'একটি শব্দ
শব্দের সাথে শব্দ জুড়ে
যদি কাব্য লেখা যায়
তবে আমিও কবি হবো!