হায় টাকা!
তুমি আমার কি কি নিয়েছো?
আমার লোভ -অন্যের পকেটের দিকে নির্লজ্জ নজর
আমার নৈতিকতা- আমি আমাকে আর আমার প্রজন্মকে ধ্বংস করেছি
আমার বিলাসিতা -
আমি নীতা আম্বানির মতো না খাওয়া মানুষের দেশে বিলাসিতায় নিমগ্ন হয়েছি
আমার ইজ্জত - ক'টা টাকার কাছে বেঁচে দিয়েছি এই অমুল্য সম্পদ
আমার সংস্কৃতি - আমার ভাষা -কৃষ্টিকে আমি আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলেছি
আমার দেশকে -নিন্দা জানাতে জানাতে অসম্মানিত করতে করতে
একে একটি  ভাগাড়ে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত  হয়েছি
আমার প্রিয় পরিবারকে আমি করেছি অরক্ষিত-উপেক্ষিত
আমি তোমার জন্যে সমস্ত আইন-কানুনকে
দলে মুচড়ে, ভবন সর্বস্ব মুখোসধারীদের নিশ্চিত আস্তানা করেছি
তোমার থেকে কে আর এমন শক্তিশালী,  কে আর এমন প্রভুত্বকারী আছে আমার চেনা পৃথিবীতে?
তোমার বিকল্প কি আর হোতে পারতো...!

--------

* দুখিত এই মুহূর্তে টাকার ইতিবাচক দিকগুলো কেনো যেনো মনে করতে পারছিনা...!