এক সময় কবিতা লিখতাম
বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে
এখন তৈরী করি মুদি দোকানের লিস্ট -
আজকাল ছেলেমেয়েদের পাহারা দেই
লুকিয়ে দেখি তারা আমার মতো
পড়াশোনা ফাঁকি দিয়ে
নির্বোধ হয়ে উঠছে কিনা ?
উঁকি দেই মেয়ের অংকের খাতায়
অনবদ্য কয়েকটি চরন
আহা! সে যেন লিখেছে
আমার অব্যক্ত সব কথামালা...