একগুচ্ছ শুভ্রগন্ধরাজ ভাবনাকে
পায়ে মাড়িয়েছে কেউ কেঊ
শূন্যদৃষ্টিতে তাকিয়ে থেকেছি
নিয়তির পরিহাস দেখার জন্যে
সেও পারতো আর দশজনার মতো
সব স্বপ্নকে বিচূর্ণ করে দিতে -
সে একটা একটা ঝরাপাতা কুড়িয়ে শ্রমে-ঘামে-রক্তে ভিজিয়ে
নির্মাণ করেছে তাজমহল
সেই প্রাসাদের নির্জনতায়
ঘুমিয়ে আছি পরম প্রশান্তিতে
সে কোনো ঐতিহাসিক ঘাতক নয়
অথবা লুটেরা প্রতারক নয়
অথবা কোনো তারকাউৎসবের
মধ্যমণি নয়
তোমাদের চোখে হয়তো
সে এক ব্রাত্যজন
হয়তো ইতিহাসে তার নাম
কেউ কোনোদিন লিখবেনা
তথাকথিত মুল্যবান ধাতুর কারুকাজে
তবু সে আমার কাছে
ভুবনবিখ্যাত নৃপতি -