এই আমার মৃত্যুর পরে
কষ্ট করে স্মরণ কোরোনা আমাকে
চোখের জল ফেলোনা
কারো জন্যে কিছু করিনি
অথবা বলতে পারো, অনেক কিছু করার ছিলো ঃ মানুষ,ফুল, পাখি, মাছ, বৃক্ষ, আকাশের জন্যে,
করা হয়ে উঠেনি
নিয়েছি প্রচুর
দিয়েছি সামান্য
তাই প্রত্যাশা রাখিনি
রাখা যায় কি
একখণ্ড সবুজ কেড়ে নিয়েছি
যা ছিলো গাছ আর পাখিদের অবাধ বিচরণ ভূমি
কৃত্রিম কংক্রিটে সাজিয়েছি তাকে
সমস্ত সবুজের চিহ্নকে গলাটিপে করেছি নিশ্চিহ্ন
আজ উষ্ণতায় কাঁপছি মৃত্যুর দোর গোড়ায় দাঁড়িয়ে
আমার জন্যে কেউ কাঁদবেনা জানি...