যতো ফুল ফুটে
ততো কি ফল ধরে
ভুলে যেতে চাই
সবটা ভুলতে পারিনা
যা মনে রাখতে চাই
তা মনে আসেনা
অপ্রয়োজনীয় ভীড় জমায়
মস্তিষ্কের নিউরনে
দরকারী আজও অধরা
সমমনা খুঁজতে খুঁজতে
একজীবন পার
কঠোরতায় হারিয়ে ফেলি
সহজ পাওয়াকে
সবকিছু চড়া মুল্যে কিনি
বিনামুল্যে কিছু কি মেলেনা