গরীব দেশ-জনপদের মানুষ আমরা
এই কথা মানি
যা কিছু আছে সেসব গড়তে
কেটে গেছে দশকের পর দশক
বিন্দু বিন্দু রক্ত-ঘামে গড়া
ঘরদোর, দোকানপাট
গঞ্জ, নগর, বিদ্যুৎ স্ংযোগ
মুঠোফোন, অন্তর্জাল-
সে এলো কাউকে পাত্তাই দিলোনা
কয়েক ঘণ্টার নিমেষে
গুঁঁড়িয়ে দিলো যতো আয়োজন
খাদ্য ও জলের নিদারুণ হাহাকার
এমনকি চারদিকে অগুণিত
সারি সারি গাছের লাশ
মুমূর্ষু গাছের কানে বৃদ্ধ বাবা বললেনঃ
তোমরা আমার সন্তানের বয়সী
তাদের চেয়ে কোনো অংশে কম নও
সেরে উঠো শিগগির
আমাকে ছেড়ে যেওনা যেনো
****************
* আম্ফানে ক্ষতিগ্রস্থ মানুষদের উদ্দেশ্য আমার সামান্য শ্রদ্ধার্ঘ্য