ঘর জুড়ে মশা,মাছি, জোঁক
রক্তচোষা গুপ্তঘাতক ছারপোকা
একেবারে নিরস্ত্র যোদ্ধার মতো
চারদিক তন্ন তন্ন করে খুঁজে
পাওয়া গেলো
শত টুকরো মশার কয়েল
আর একটিমাত্র ম্যাচবাক্স
তার মধ্যে ভাঙ্গা একটি দেশলাই কাঠি
বিগত প্রাচুর্যে মোড়ানো জীবনে
এমনও দূর্দিন দেখতে হবে
কল্পনায় ছিলোনা
আত্মবিশ্বাস শুন্যের কোঠায়
ধূমপানে আসক্ত
দোটানায় আছি
কোনটা আগে জ্বালাবো
সিগারেট না কয়েল