এখনো আর্শিতে আমারই মুখ দেখতে চাই অবাক বিস্ময়ে
আমার কাঁচাপাকা চুল, বলিরেখা আঁকা কপাল, বোঁচা নাক, মলিন হয়ে আসা ত্বক
এখনো অপার মুগ্ধতায় নিজেকে দেখি বারবার
আবারও নতুন করে পড়ে যাই নিজের প্রেমে
স্বার্থপর প্রেমিকের মতো
তাহলে কি আমি বেঁচে আছি
আত্মপ্রেমে নিমগ্ন নার্সিসাসের
উত্তরসূরি হয়ে