বাঁচো জানান দিয়ে বাঁচো
৩২ কে ২৩
৪২ কে ভেবে নাও ২৪
৫২ কে ২৫
৬২ কে ২৬
অনেকে অনেক রকম
বলেছে বলে বলবে
জীবনটা তোমার
একে সাজাও তোমার মতো করে
তুমি তো অগ্রদূত
তুমি তো যোদ্ধা
তুমি তো চির নবীন
চিরহরিত উদ্যোক্তা
যা কিছু ভালো
তার জন্যে লড়ো
যতক্ষণ হৃতপিণ্ডের মাঝে
নিবিড় স্পন্দন