স্মৃতি হাতড়ে দেখি দূরে একটি মাত্র বাতিঘর
প্রশান্ত নীলাভ কোমল আলোর দ্যুতি ছড়াচ্ছে
এরপরও পথ চলতে হয়েছে
পায়ে ঠেকেছে কাদাজল
বেনোজল, পাঁক
রূপকথার ঘর সরে গেছে
দূর থেকে আরও দূরে
এখন হয়তো এইসব আবর্জনা ঠেলে বাতিঘরের উদ্দেশ্যে ফেরা সম্ভ'ব নয়
তাই কি আর করা অন্ধকারে দাঁড়িয়ে কাঁপছি গৃহহীনের মতো...