জনারণ্যে প্রায়ই তোমাকে হারিয়ে ফেলি
আর আমি হারিয়ে যাই ক্লেদাক্ত দৈনন্দিনে
হিসাব-নিকাশ, দরকষাকশি,মেকি মুখরতায় ডুবে থাকি
তোমাকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে
চারিদিকে দম আটকানো ধুম্রজাল
মনে হয় এইখানে পৃথিবী শেষ হয়ে যাবে-
তারপর প্রশান্তির হাওয়ার মতো হঠাত তোমাকে খুঁজে পাই
তুমি রহস্যময় উপস্থিতি নিয়ে
দাঁড়িয়ে থাকো নিরাপদ দূরত্বে -
আবারও বিস্মৃতি আসে
আমাকে ভুলিয়ে দেয় সবকিছু
আবার কি খুঁজে পাবো তোমাকে
চরম হতাশায় কিম্বা দারুণ দুসময়ে