এই জীবনে খুব ভূত-প্রেত দেখার শখ
একটু বড় হবার পর থেকে
চেষ্টা করছি তাদের সাক্ষাৎ পাওয়ার
কিন্ত দেখা মেলেনি আজও...
কতোবার আতঙ্কিত চোখে পেছনের
অন্ধকারে তাদের খুঁজেছি
কয়েক মাস আগের কথা
রাত দুটো হবে হয়তো,
মৃদু ছম ছম নুপুরের শব্দে
ভেঙ্গে গেলো ঘুম.
ভাবলাম এবার বুঝি ভূতের দেখা মিলবে.
একটু আতঙ্কও কাজ করছিলো
সাহস করে চোখ মেললাম,
না কেউ কোথাও নেই
বেসিনের জলের পাইপ খোলা
সারাঘর জলময়
কয়েক ইঞ্চি পানি জমেছে মেঝেতে
তার উপর জল পড়ে চলেছে
তাই এমন গা ছমছমে নুপূরের শব্দ
নাহ, আমার আর ভূত দেখা হোলোনা....
ভূতেদের সাথে দেখা হোলোনা ঠিকই
তবে এটা জেনেছি
আমাদের ভেতরে বাস করা
আজব আজব ভূতগুলো
ওদের থেকেও অতি ভয়ংকর