দাদা মশাইকে মনে রাখেনি কেউ
আমরা কবর দর্শনে যাওয়ার সময় পাইনি অনেকদিন হলো
বাবা জীবিত তাকে উৎখাতের
অপূর্ব সব কৌশল চলছে উত্তর পুরুষদের মাঝে
ইতোমধ্যে জেনে গেছি
কাঠের ময়ুরও কথা বলে
আর আমার অবস্থা মাকড়সার মতো
ইচ্ছে মতো কোমরে দড়ি বেঁধে
টানছে স্বজনেরা
আপনারা মুখ টিপে হাসবেননা কিন্তু
এখন নি:শর্ত কোনো সম্পর্ক নেই
খুব কাছের মানুষগুলো কখন সহিংসতায় মেতে উঠবে
চেয়ে চেয়ে দেখে যাওয়া
আমার অবস্থা দেখে দয়া করে কেঊ হাসবেননা কিন্তু