একটি বিড়াল পুষেছি
নরম পেলব সাদা
আমাকে সে আহ্লাদ করে
অনেকের থেকে বেশি
আমিও ভালোবেসে ফেলেছি
অভ্যাস বশে,
বলা যায় ভালো যে বাসতেই হবে
এমনি তার আকুতি
প্রতিবেলা ক্ষুধাপেটে
সে আমাকে খুঁজে
হন্যে হয়ে পাগলের মতো
তার ক্ষুধার্ত আর্তনাদ শুনে
বিচলিত হয়ে যাই
গুছিয়ে পরম মমতায়
মাছ মাংশে ভরে দেই তার পাত্র
খাওয়া শেষে
সে আর ভুলেও ফিরে তাকায়না
এইসব জেনেও
অপেক্ষায় থাকি
সে আবার কখন ক্ষুধার্ত হবে...