নকল ব্যস্ততায় কাঁপছি
কৃত্রিম হাসিতে ভাসছি
এমন দুসময়ে মাথার গভীরে
গানের গুনগুন,
"বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে"
কখনও নির্ভিক উচ্চারণে
ভালোলাগে তাই গাই
আর যাই করিনা কেনো
মিথ্যা-লোভ-প্রতিহিংসা
করিনি তো ফেরি
শুধু কেবল সশব্দে প্রকাশ্যে
আনন্দ করেছি বিলি-