তার মুখের দিকে তাকাইনি
হয়তো সে অতিবৃদ্ধ
ঘরভরা হাঘর পোষ্য
তাই এ বয়সে  নিতে হয়েছে বেছে মাটিকাটার দুরূহতম কাজ
আমার যাত্রা পথে বাধা হয়ে দাঁড়ালো মাটির ঢিবি
গাড়ি যাবার পথ পরিষ্কার করার জন্যে সে কোদাল তুলে নেয় হাতে
পার করে দেয় আমাকে
বিপন্ন, দুশ্চিন্তায় আচ্ছন্ন  আমি
সময়কাল বিস্মৃত-
এভাবে অনেক অস্পৃশ্য অদেখা মুখ আমাদের দুসময়কে পার করে দেয়
আমাদের দেখা হয়না
প্রকাশ করা হয়না একটুখানি কৃতজ্ঞতা