বাড়ি নেই, গাড়ি নেই
ব্যংকে ব্যালান্সও নেই
কি বেঁঁচবো বলুন তো
তাই নিজেকে ফেরি করি
একটু সুখ বেঁচি
বিনিময় মুল্যে নয়
সুখ আবার কিনিও নিজেকে বিলিয়ে
স্থাবর -অস্থাবর সব কানায় কানায় পূর্ণ
কেবল দুঃখ বেঁচি চড়া দামে
সুপার মলে, অনলাইনে
সুখ কিনি বেহিসাবি মুল্যে
বিলাসী পণ্যেরা ভীড় করে থাকে আমাকে
অনেকটা তার খুলেও দেখা হয়না
কেনার পরে অহেতুক খুঁতখুঁতে
সবসময় কিসের অপ্রাপ্তিতে ভুগি
কোথাও কিছুতে একফোঁটা শান্তি খুঁজে পাইনে