পাপ করি দিনরাত
পাপ আমার পেশা
পাপশেষে ডাকি তাকে
পাপমোচনের আশায়-
পাপকে বড় ভয় পাই আমি
যদি হারাই স্বর্গের অপূর্ব সুখ
পাপকে আমি বড় ভয় পাই
যদি পুড়ে মরি নরকের অসহ্য আগুনে
আমি ভাই অতি সাধারণ একজন -
পাপ থেকে সযত্নে
নিজেকে রাখি দূরে
বেহেশত নয়
দোযখ নয়
দিনশেষে গন্তব্য আমার বিবেক
বিবেকের সাথে নিয়ত যুদ্ধ
যদি ভুলে হেরে যাই
পরাজিত হই
সাময়িক প্রলোভনে -