মুগ্ধতার অপর নাম ভ্রম
আমি কেমন সাদার মাঝে
মিশে থাকি সারাক্ষণ
সাদা পোশাক
সাদা ব্যাগ
সাদা জুতো
সাদা ছাতা
গৌরবর্ণ
সবকিছু মিলিয়ে
এক অতিমানবিক জগত
আর এখানেই ভুলগুলো
জটপাকায় একে একে
লোকেরা নির্বোধের মতো
বিশ্বাস করে ফেলে আমাকে
প্রথম প্রথম খুব যে বুঝেশুনে
এসব হয়েছিলো এমনটা নয়
এখন শাঁখের করাতে
আটকা পড়া উভয়পক্ষ
পালানোর পথ পাচ্ছিনে কোনো-