কেউ শুনে ফেলোনা কিন্তু
এ আমার আত্মকথন
"এখনো কিছু কাজ বাকী আছে
বাকী আছে আরো কিছুটা পথ
হাঁটতে হবে
হাঁটতে চাই
হবে কি সম্ভব?
কাঙ্ক্ষিত পথ পাড়ি দেওয়া
ও আমার শরীর সন্ধি করে থেকো
এই মনের সাথে
আরও কিছুদিন
বুড়িয়ে যেওনা এতো তাড়াতাড়ি
মুড়িয়ে দিওনা স্বপ্ন-ডালপালা
তুমি তো মনের আধার
চেতনার সরাইখানা
হাঁটুমুড়ে হাতজোড় করে
তোমার কাছে আকুল প্রার্থনা
আর একটু সময় ভিক্ষা দাও"