সে আমাকে সময় দিয়েছে
অনেকদিন
আলোয়- অন্ধকারে, গ্রীস্মে-বর্ষায়
নি:শর্ত ভালোবাসার মতো
আজ হঠাত অকেজো হোলে
বিনা নোটিসে
ওকে ফেলে দেই
জঞ্জালের ঝুড়িতে
মনেই থাকেনা
একদিন ওর সাথে
সুদিন ছিলো আমার !